ফিরে যেতে মন চায়
সাহেদ বিপ্লব


আমার বারবার ফিরে যেতে মন চায়
আঁকা বাঁকা মেঠো পথ ধরে
আমার পল্লী মায়ের সেই কুঁড়ে ঘরে।


সারাদিন বৃষ্টিতে ভিজে
মায়ের আঁচলে মাথাটি মুছে
শুয়ে রবো তাঁর পাশে।


কতবার বলেছি না বৃষ্টিতে ভিজলে জ্বর হবে
আজ মায়ের কথা খুব মনে পড়ে
তোমার মত কেউ ভালোবাসে না এই পৃথিবীতে
সবাই লোভী কিছু নিতে চায় আমার থেকে
এখানে মমতা নেই, ভালোবাসা নেই।


বিদেশ থাকা মানে এক ধরণের মরে থাকার মত
এখানে হয় না দেখা পরিচিত মুখ
আমার পল্লী মায়ের সোনালী হাসি।


বাজার থেকে পান সুপারি ভুল করে না আনার অজুহাতে
কতবার খেয়েছি গালি আমার মায়ের।