বাঘ ঘোরে
সাহেদ বিপ্লব


যেখানে বাঘ ঘোরে
ঘোরে মোষ, হাতি, শিয়াল, বানর
সেখানে আজ ওড়ে,
ইট, বালু, চেয়ার, টেবিল, বই, খাতা
লাল বাতি উঠা নামা করে প্রতিদিন।


অবাক হওয়ারই কথা
রমণীর শাড়ি বাতাসে দুলে দুলে যায়
মানুষের ওপর মানুষ,
কবরের ওপর কবর তারপর কান্না
এটা দাও-ওটা দাও দিতে হবে।


মানুষ সেখানে ওড়ে
ওড়ে কুকুর, বিড়াল, হাঁস কিংবা গরু
টাকার ছড়াছড়ি হয় বালিশের নিচে,
রাত দিন বছর ধরে, তবু মানুষ ওড়ে।