তোমার কাছে ফিরে আসতে দেখি হাজার বাধা
পথে পথে বসানো কামান,
এক পা বাড়াতেই ছাড়বে গুলি
আমার হারাবে জীবন।


তবু আমি জীবন বাজি রেখে
এগিয়ে আসতে চাই - তোমার কাছে
যদি তোমার সাড়া পাই।


আমার হৃদয়ের আকাশে আজ আলো নেই,
অন্ধকার ছড়িয়ে আছে
এ জীবন কেউ কি চায় ?
আমি এ জীবন চাইনি কোনদিন।


তুমি তো পার প্রিয়া কামান সরিয়ে
আমার কাছে ফিরে আসতে,
আমি তো পারি না
তোমাদের হাতের ইশারায় এই পৃথিবী ওঠা নামা করে।


জানো প্রিয়া এই পৃথিবী আমাদের জন্য সোজা নয়,
সবকিছু তোমাদের অনুকূলে
তোমরা যদি ফিরে আসো তাহলে আমরা পাবো
সুখের সাধ-না এলে সবকিছু শূন্য খাঁচা।