কি করে ভাবলে তোমাকে ফিরিয়ে দেবো
তুমি কি ফিরিয়ে দেবার মত কিছু
তোমার নুপূরের শব্দ আজও কানে বাজে
আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি সেই পথ পানে।


যদি ভুল করে ফিরে আসো কোনদিন
কোন এক রাতে
কি যেনো খুঁজি কি অভাব যেন মনে
পাখিটি গাছ কেটে করে বাসা
আমার বাসাটা হয়নি বাঁধা আজও
আমি এক পরাজিত সৈনিক।


জেলে কামারের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদী
জোয়ার ভাটার পানি আসে আর যায় প্রতিদিন
তুমি কি সেই ভাবে আসিতে পারো না একদিন
আমার আঙিনায় কোন এক রাতে।