কি বা রেখে গেলাম
সাহেদ বিপ্লব


ইদানীং কাউকে ভালোবাসতে বড্ড বেশি ভয় হয়
স্বপ্ন ভেঙ্গে গেছে হাহাকার করে
নিজ আঙ্গিনায় বিলায় না ফুলের সৌরভ।


আমরা কচ্ছপের মত হেঁটে যেতে শিখিনি
পাশাপাশি কাঁটাতারের পুরাতন দেয়াল ভেঙ্গে
ঠকাতে শিখেছি অন্যকে, তার বিনিময়ে
আমরা কি ঠকেছি কম ?


মাটি পুড়ে পুড়ে লাল হয়, আমরা কি লাল হতে পেরেছি
আর লাল হতে পারিনি বলেই
হতে পারিনি পৃথিবীর সেরা জাতি।


হিংস্রতা বাসা বেঁধে চলছে অবাধ গতিতে
পাশাপাশি চলছি বহু বছর ধরে
তবু মিলতে পারিনি মুক্ত মন নিয়ে
যেমন মিলতে পারেনি রেল লাইন।


হানাহানি দলাদলি বিদ্বেষ কাঁদা ছোঁড়াছুঁড়ি আর কত দিন
জাতির কল্যাণে কি-বা রেখে গেলাম ?