হতভাগী কিশোরী
সাহেদ বিপ্লব


নতুন করে কি কবিতা লিখবো আর
মন ভালো নেই, কি করে থাকবে বলো
রেষারেষির দিন শেষ হয়নি এখনো।


দুর্নীতি আর অশুভ শক্তি
ঘিরে ধরে আছে আমাদের স্বদেশ ভূমি
কবে যেনো খেয়ে ফেলে স্বাধীন মানচিত্র,
লাল সবুজের পতাকাকে
জলে ভাসিয়ে দিতে দ্বিধা করে না ওরা
নিজের লাভের জন্য এতো সব আয়োজন।


কবে মুক্ত হবে এই দানব থেকে এই দেশ, এই জাতি
আজ বড় লজ্জা লাগে,
আমরা বাঙালি, বাঙালির হাতে বন্দি,
তাহলে এতো জীবন দিয়ে কি পেলাম স্বাধীনতার ?
আজও হরতাল হয়, পড়ে থাকে লাশ রাজপথে
এ-হরতাল কৃষক, শ্রমিক, কামার, কুমার বাঁচাবার জন্য নয়
নরম চেয়ারে বসার আয়োজন।


আজও কি পেরেছি বলো দশ হাজার টাকা নিয়ে
মৌচাক থেকে শান্তি নগরে যেতে
মানুষের চোখের সামনে দিয়ে ?


পেরেছে কি বলো দুই হাজার সালে নতুন বছরে
টিএসসি’র মোড় থেকে-সতীত্ব নিয়ে ফিরতে ঘরে
হতভাগী কিশোরী।