তবু তুমি আসোনি  
সাহেদ বিপ্লব


তোমাকে ঠাঁই দিয়েছি হৃদয়ে
তাই কষ্টের আগুনে দুমড়ে দুমড়ে পুড়েছি অনেকবার
তবু তুমি আসোনি।


সকাল থেকে দুপুর
দুপুর থেকে রাত-রাত থেকে আবার সকাল
কাঁদতে কাঁদতে শুকিয়েছে চোখ
তবু তুমি আসোনি।


এই বুঝি এলে, দরজায় নাড়া দিলে
এই ভেবে কতবার দরজা খুলে
তোমার প্রতিক্ষায় পথ গুনেছি-তার হিসাব নেই
গঙ্গার জল দিশেহারা পথ পানে
তবু তুমি আসোনি।


আজ আমার শান্তি নিকেতনে
অশান্তির কালো অন্ধকার দেখি
উত্তরের হাওয়া ফিরে গেলো দক্ষিণে  
জেগে উঠলো নতুন সূর্য
তবু তুমি আসোনি।