এক টুকরো কাগজ কিংবা ধাতব - টাকা,
অমানবিকতায় কিংবা ভয়ংকরতায় তুমি ঢাকা।


টাকা তুমি!
তোমাতে হাজারো অভাবীর স্বপ্নভগ্ন,
তোমাতেই মিলে নর নারীর দেহ নগ্ন।


টাকা, তোমার অনুপস্থিতিতে আমি দেখেছি
         হাজারো অবুঝ শিশুর অকাল অক্কা,
তোমার বদান্যতায় আমি এ ও দেখেছি
শতবর্ষী কোনো অ- লোকের হাজারো রক্ষা।


টাকা, তোর অভাবে আমি দেখেছি,
হাজারো বিদ্যাসাগরের অসময়ে- অসামর্থ্যে ঝরে পড়া।
তোর করুণায় আমি এ ও দেখেছি,
অ আ জ্ঞানহীন লোকের সার্টিফিকেটের মহড়া।


টাকা, তোর হাসিতে বনেরও বাঘ মেনে নেয় পোষ,
যোগ্য নয়, অযোগ্যরাই যোগ্য যদি পড়ে ঘুষ।


     টাকা, তোর কি ক্ষমতা জগতে!
বাচাল হয় বোবা, কথা ফুটে বোবাতে।


টাকা, তোরে দিলাম মুক্ত লাটাই, দেখা তোর খেলা,
      বাঁধবো তোরে সীমাতে, আসবে যখন বেলা।