একটি কবিতা লিখবো, নাম হবে "বিজয় "।
কিন্তু লিখব কী? হয়না কোনো ভাবোদয়।


লিখবো আমি কি? লিখবো কি রচনা?
তবে কি বিজয় বলবো!
       পিলখানার সেই নৃশংস ঘটনা?


তবে কি সেটাই বিজয়?
পেট্রোল বোমায় দগ্ধ-ভষ্ম কিংবা অবরোধ?
প্রতিহিংসা, অহংকার কিংবা রাজনৈতিক ক্রোধ?


তবে কি সেটাই বিজয়?
সম্পদ লুট কিংবা রিজার্ভ চুরি?
     করতে উচুঁ বাড়ি ও ভূড়ি?


  তবে কি সেটাই বিজয়?
ব্যানারের ভিড়ে ব্যানার, পোস্টারের উপর পোস্টার, ছয়ের উপর নয়।
দেয়ালের উপরে পোস্টারের ভাঁজে গড়েছে হিমালয়।


এমন বিজয় আমি চাইনা,
কাপঁতে হবে যখন বলবো সত্য,
কিংবা লিখতে পারবোনা অন্যায় বিরোধী গদ্য-পদ্য।


এমন বিজয়ই আমি চাই,
যে বিজয়ে হাসবে শ্রমজীবী কিংবা চাষী,
"সাবাস বাঙালি "যখন বলবে বিশ্ববাসী।


আমি বিজয় বলবো " মহাবিজয় ",
যেখানে রবে না শোষণ কিংবা অধিকার হরণ,
শিক্ষা, শূলে -কৌশলে যেদিন হবো অকুতোভয়।


আমি বিজয় বলবো "মহাবিজয় ",
যে দিন ধ্বনিবে না পথশিশুর কান্নার রোল,
হাজারো বেকার যুবক হাসবে, বলবে আপন বোল।