জানি আবার দেখা হবে,
গ্রীষ্মের প্রখর রোদ্দুর দুপুরে-
ঐ বট বৃক্ষের শীতল ছায়ায়
যেখানে খেলতাম দুজন একসাথে।


জানি আবার দেখা হবে,
বর্ষার বর্ষণ মুখর দিনে-
ঐ খোলা আকাশের নিচে
যেখানে ভিজতাম দুজন একসাথে।


জানি আবার দেখা হবে,
শরতের গোধূলি বেলায়-
ঐ ছোট যমুনার পাড়ে
যেখানে চলতাম দুজন একসাথে।


জানি আবার দেখা হবে,
হেমন্তের শিশির ভেজা সকালে-
ঐ ভরা ধান ক্ষেতের পাশে
যেখানে হাঁটতাম দুজন এক সাথে।


জানি আবার দেখা হবে,
শীতের হাড় কাঁপানো সন্ধ্যায়-
ঐ পৌষ পিঠার মেলায়
যেখানে ঘুরতাম দুজন একসাথে।


জানি আবার দেখা হবে,
বসন্তের উৎসবমুখর বিকেলে-
ঐ বাসন্তী পুষ্প কাননে
যেখানে স্বপ্ন বুনতাম দুজন একসাথে।


........................
১৮/৪/২০২১ ঈয়াসী
বিরামপুর, দিনাজপুর।