আধুনিক সমাজের একি হালচাল?—
কি যেন ছোঁয়া লেগেছে সব ঘরে ঘরে;
সেই নেশায় সকলে হয়েছে মাতাল!
মানবতা মৃত্যু শয্যা বহু দিন ধরে।


এখানে চোর-পুলিশ এক সাথে চলে,
ক্ষমতার জোরে খুনী ছাড়পত্র পায়,
নির্দোষী দণ্ডন খাটে অন্যের বদলে,
স্বার্থের নিকট সত্য হার মেনে যায়।


এখানে মনুষ্য-পশু চিনিতে না পারি;-
সহসা মনুষ্যধর্ম বেচা-কেনা হয়,
অর্থের জন্য গলায় ওঠে তরবারি,
এ যেন চলচ্চিত্রের রম্য অভিনয়!


আধুনিক এ সমাজে সর্বত্র দুর্দশা,
সভ্যতার অন্তরালে চলছে তামাশা!


••••••••••••••••••••••••••••••••
বেহায়া সমাজ—২ (সনেট ৭)
০৩ এ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ,
/১৯ শে আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ
   বিরামপুর, দিনাজপুর।


ধরনঃ চতুর্দশপদী কবিতা (সনেট)
রীতিঃ শেক্সপিয়রীয় রীতি অনুসরণে
অন্ত্যমিলঃ কখকখ গঘগঘ ঙচঙচ ছছ
পর্ব বিন্যাসঃ ৮+৬
(দ্রষ্টব্যঃ প্রত্যেক মুক্ত বদ্ধস্বরকে
২ মাত্রা দেওয়া হয়েছে।)