সোনালি রোদের মিষ্টি হাসি,
কোকিলের সুমিষ্ট গীতি,
ঝরে পড়া শুকনো পাতা,
ফুটন্ত নব পুষ্প - সব বলছে
ফের ধরায় এসেছে বসন্ত -
কবি আর থাকিতে চায়না শান্ত!
প্রকৃতি আজ হইয়াছে সরব,
তবে কেন কবি রবে নিরব?
নিরানন্দ কালের সব স্মৃতি
ঝেড়ে দিলাম ফেলে -
সম্মুখে রাখিলাম নেত্রগোচর
রইবোনা আর শির হেলে।
নব পুষ্পের সুবাস নিয়ে
নব দিগন্তে রইলাম চেয়ে;
বাতায়ন আজি রাখিলাম খোলা,
বসন্তের হাওয়ায় লাগুক দোলা!