আজি বরষার এ আলস্য দিনে
পড়ছে ঝম-ঝমাঝম্‌ বৃষ্টি-
হৃদয় গগনে ফের নতুন করে
ভালোবাসার হচ্ছে সৃষ্টি।


দিবাকর, বৃক্ষরাজি সব ঘুমিয়ে
শুধু বাদল বলছে কথা-
সখী আজ মোরা ভিজবো দুজন
ফেলে দে হাতের ছাতা।


বৃষ্টির স্বচ্ছ জলে ধুয়ে যাবে সব
আছে যত দুঃখ, বেদনা-
আবার মোরা হাতে রাখিব হাত
পূর্ণ হবে রঙিন বাসনা।


ঔ দেখো সখী পুষ্প কাননে
ফুটেছে হরেক ফুল-
কেয়া, কদম্ব খোঁপায় বাঁধিয়ে
রাঙাবো তোমার চুল।


এসো কলাগাছের ভেলায় চড়িয়ে
দেখবো বর্ষার প্লাবন-
কল্পনার জগতে পাখনা মেলিয়ে
হারিয়ে যাবো দুজন!


• • • • • • • • • •
বৃষ্টির দিনে–২
১৬ এ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ,
৩০ এ জুন ২০২১ খ্রিস্টাব্দ।
বিরামপুর, দিনাজপুর।