ওহে রূপসী ললনা তোমার লাগিয়া
বুনেছিলাম উমেদ মনের খাঁচায়।
বিভোর হয়েছিলাম তোমার আশায়
দিয়েছিলাম এ মন উজাড় করিয়া।
কাটিয়াছি বহু দিন সংসার ছাড়িয়া
দেখিয়াছি নানা মুখ এ বসুন্ধরায়
ভরে নি মন সে-সব  রূপের মায়ায়
ভাবিয়াছি বারংবার তোমারই নিয়া।


পথে ছিল কাঁটা তাই পারিনি বলিতে,
তুমিও পারো নি কভু বুঝেও বুঝিতে।
আজি তুমি বহুদূর নয়ন আড়ালে,
তবুও এ মন ভাবে তোমায় নীরবে,
স্বপ্নগুলো ভাঙ্গিয়াছে ব্যর্থতার জালে,
জীবন থেমে গিয়াছে সে-তো সেই কবে!


.................................
অপ্রকাশিত কথা-১ (সনেট ১)
০৪/০১/২০১২


ধরনঃ চতুর্দশপদী কবিতাবলি(সনেট)
গঠনঃ ফরাসি রীতি
ছন্দঃ অক্ষরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)
অন্তমিলঃ কখখক:কখখক::গগ:ঙচঙচ