আমার প্রাণের কবি কাজী নজরুল
তুমি প্রেরণা আমার পথ চলিবার।
সাহিত্য পাড়ায় তুমি বাগিচার ফুল
কিরূপে বর্ণনা করি তোমার প্রজ্ঞার?


কাব্য কিংবা উপন্যাসে লিপি ভরপুর,
কাহিনী আর প্রবন্ধে তারুণ্যের গান;
নাটক, গজল, গানে বাজে মর্ম সুর-
সর্ব বিষয়ে তোমার ঢের অবদান।


আজি তুমি তরুণের হৃদয় স্পন্দন,
বার্ধক্যের বাঁচিবার স্বপ্নের দিশারী,
সমাজের উঁচু-নিচু বৈষম্য ভাঙ্গন,
নবীন কবির কাব্য লিখিবার সিঁড়ি।


শত মানুষের মনে তুমি মহা বীর
তুমি সকল দেশের সকল জাতির।


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
প্রিয় কবি কাজী নজরুল-১ (সনেট ৪)
২৫/০৫/২০২০


ধরনঃ চতুর্দশপদী কবিতাবলি(সনেট)
গঠনঃ সেক্সপিয়রীয় রীতি
ছন্দঃ অক্ষরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)
অন্ত্যমিলঃ কখকখ:গঘগঘ::ঙচঙচ:ছছ