পূর্ব নভে রবি হানিল আঘাত
ধরায় নেমে এলো সোনালি প্রভাত।
কুয়াশার চাদরে ঢাকা সব শাখী,
কলরোলে মুখর শত শত পাখি।
শিশিরের ছোঁয়ায় জাগে শিহরন,
নূতন আনন্দে ভরে যায় মন।
উঠানে ঝিকিমিকি রৌদ্রের খেলা
কোলাহল পূর্ণ প্রভাতের বেলা।
বাঁশ বনে ফুটেছে রকমারি ফুল,
এই মন প্রভাতে হয়েছে ব্যাকুল!
কোকিলের কণ্ঠে কুহু কুহু সুর,
বাহ প্রভাত বেলা কি যে সুমধুর!
স্নিগ্ধ সমীরণ মনে দেয় দোলা,
প্রভাতের চারুতা যায় কভু ভোলা?


..................................


ছন্দঃ মাত্রাবৃত্ত ছন্দ।
পর্ব বিন্যাসঃ ৭+৬ মাত্রার পূর্ণ পর্ব।