সহস্র বছর ধরে খুঁজছি তোমায়
শত নদ, শত সিন্ধু, অরণ্য গভীরে,
জনাকীর্ণ লোকালয়, বিস্তৃত নগরে
অতি দীর্ঘ পথ ধরে দূর অজানায়।
তোমাকে খুঁজছি আমি নির্মম বর্ষায়,
হাড় কাঁপানো ঠাণ্ডায় সফেদ তুষারে,
ভরা রোদ্দুর দুপুরে বিস্তীর্ণ প্রান্তরে
দিবস কি'বা রজনী সঙ্ঘবদ্ধ তায়।


পথের শেষ কোথায় আমার অজানা
সর্বত্র ঘুরেও তবু পাই না নিশানা।
হয়তো মিলবে তুমি কোনো এক কালে-
শিশির ভেজা প্রভাতে ঘাসের মস্তকে,
মেঘে ঢাকা দ্বি-প্রহরে রবির আড়ালে,
তারকাময় নিশীথে পূর্ণ চন্দ্রালোকে।


............................


কবিতাঃ তোমাকে খুঁজছি
রচনাঃ ১৫/০৫/২০২০
ধরনঃ চতুর্দশপদী কবিতাবলি(সনেট)
গঠনঃ ফরাসি রীতি
ছন্দঃ অক্ষরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)
অন্ত্যমিলঃ কখখক:কখখক::গগ:ঙচঙচ