খোদা, আমি এক পাপী,
অনেক চাওয়া, তাই তুলেছি হাত দুটি |
হে মহান, আছে মোর অপরাধ,
তুমি রহিম, সব করে দাও মাফ|
পাহাড়ের সম যদি আসে বিপদ,
সইতে যেন পারি, দিও সাহস|
আসে যদি কষ্ট, হয় যদি দুঃখ,
ভয় যেন না করি, দিও মোরে ধৈর্য্য |
দাও মোরে শক্তি, হতে যেন পারি,
ন্যায় ও সত্যের পথে অবিচল ব্যক্তি |
আছে যত লোভ, আর আছে যত ক্ষোভ,
যত অহংকার,হৃদয় হতে মোর,কর ধূলিসাৎ |
কঠিন পরীক্ষা এলে, থেকো খোদা  পাশে ,
তুমিই সকল আশা, তুমিই শেষ ভরসা,
তুমিই মালিক, এ পৃথিবীর স্রষ্টা |
উত্তম চরিত্র দিয়ে, মোরে কর পবিত্র,
আমি যেন কভু, না হই ঘৃণার পাত্র|
তোমায় ডাকি যেন সদা -সর্বদা,
চরিত্রবান হতে দাও মোরে দীক্ষা |