শোন শোন হে বসুধা -
সেদিন ছিল রাজপথ রাঙ্গা|
কার খুনে বয়েছিল তটিনী ?
উত্তাল  ঢেউয়ে হয়েছিল স্রোতস্বিনী |
সবুজ ঘাস ভিজে ছিলো রক্তে,
দেখে তাই হতবাক বিশ্বজনে|
পাখিদের দল হয়েছিল নীড় ছাড়া,
চারিদিকে ছিলো শুধু মানুষের কান্না |
ঝাপিয়ে পড়েছিল পাক সেনা,
তবু থামেনি বাংলা মায়ের ছেলেরা |
বীরসেনা সেদিন দিয়েছিল জীবন,
মরণ কে হাসিমুখে করেছে বরণ|
তাদের রক্তের ফল পেলাম এই বাংলা,
ভোরের আলোয় আজও সে রাঙ্গা|
ধন্যবাদ, ওগো বীর সেনানীর দল,
তোমাদের কাছে ঋণী আমরা সকল|