জীবনে তে নেই কোন শান্তি,
সব খানেই আছে ভুল ভ্রান্তি।
মানুষ মানুষে আজ বড় দ্বন্ধ,
বাঁধা পড়ে ভাল কাজও বন্ধ।
নদীরও জোয়ারে আজ ভাটা,
কমে গেছে পায়ে চলেই হাটা।
প্রতিটি কাজেরই মাঝে ফাঁকি,
পুঁজি শেষ দিলে কারো বাকী।
ভদ্র  তার ও  ঘটেছে  অভাব,
ভন্ড মন্দতেই গ্রাসিত স্বভাব।;
ভুলে গেছে সমাজ শরমের দিন,
সুক্ষ্ম বিবেক আজ বড়ই প্রবীণ।
হৃদয়েরও ভালবাসা খুবই শুন্য,
পশু থেকে মানুষে আরও বন্য।
চলন্ত সমাজই আজ হত-ভম্ভ,
হৃদয়ে লালনই করে বড় দম্ভ।
মুক্তির পথও আজ শ্বাস রুদ্ধ,
প্রতিটি হৃদয়ে জমেহিংসা-যুদ্ধ।