আমিই,যে কে আমার
বলি কি  করে,
জানতে চেয়েছি বহুই
আমি আমারে ।।


উত্তরেই পাইনি আমি
হ রে ক ক্ষমতায়
আমি যে আমার বটে
কি করে  তা হয় ??


আমি বলে জানি যার,
কখন সে নয় আমার।


করিয়াও আদর আমি
পাইনে  তারে,
সত্ত্বায়ও আমি আমার
বলি কি করে ??


লাগিয়ে প্রতিটি কাজে,
থাকে সে আত্মা মাঝে।


দেখাটাইও দিতে রাজি
কখনো সে নয়,
এত আপন,এত কাছে
তবুও করে ভয় ।।


দুনিয়ার এ কর্ম শেষে
আসিলে  সমন,
তুমি-আমি এক  পথে
সেই হবে গমন ।।


আমি ও আমার জেনে
যা বলি  আমার,
সব কিছুই  বৃথা ভেবে
হবোই পরিস্কার ।।


সব ফেলে  যেতে হবে
বন্ধ  হলেই  দম,
জীবন  শুরুতেই পিছে
মৃত্যু নামের যম ।।