যারে   নিয়েই  বেঁধেছিনু
এ বুকে'তে  ঘর,
সে   আমারে  না  বুঝেই
করে গ্যাছে পর ।।


তারে ভেবে আজো আমি
কাঁদি  নিরুপায়,
বোঝে না সে তবু মো'রে
বেদনা কোথায় ।।


তার সে  বিরহে  আজ'ও
"ফেঁটে" যায় বুক,
তাতে'ই  ফেলে'ছে  ধরে
কঠিন এক অসুখ ।।


এ শোক  যাবে  না  আর
মরনের   আগে,
ভিতরে  ফেলে'ছে  বেঁধে
"ধাঁরালো" ভাগে ।।


তবু  আমি  ভালোবেসে
সবারে  জানাই,
এমনই "প্রেমেতে" যেন
কেউ না হারাই ।।


সুখীনিরা  "সু খে"  থাক
প্রিয় জন  মেরে,
পরপারেই   দেখা  হ'লে
সবই যাবে সেরে ।।


<>=<>=<>=<>=<>
তাং-০৬--১২--২০১৮ইংঃ
রাতঃ-০৯টা ৫০মিঃ১০সেঃ
স্থানঃ-কড়িয়াঃ / বৃহস্পতিঃ
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>=<>=<>=<>=<>
♥>আর না যেন ঠকি<♥