বলিতে বলিতে কথার বুলি
               বন্ধ হবে যে দম,
সে দিনেই দেবে বাস্তবে রুপ
             মৃত্যু নামেরই যম্।


জন্ম দিনের শুরুটা হতেই
          ,   শত্রুতা শুরু তার,
সুযোগ খোঁজে সে কাড়িবে জীবন
           কখন্ কিভাবে কার্।


যায় নাতো দেখা দু'চোখেই তারে
          কোন ভাবে সাধনায়,
যদিও থাকে সে পড়িয়া সদয়
             সিং মুখে দরজায়।


কতনা যতনে পোষা হয় তারে
          মুখে দিয়ে দুধ ভাত,
তবু সে আদরে কখনো দেখেনা
          গায়েতে বুলিয়ে হাত।


তাই মন বড় যাতনায় কাঁদে
               হৃদয়েরও অন্তর,
কখন্ সে এসে হঠাৎ কাড়িবে
         জীবনের সাধ আহার।।