দেহের শান্তিই,মনের শান্তি
বাস্তবে তাই পাই,
সেই সে শান্তি  না থাকিলে
বৃথা  জীবনটাই।


অর্থ  শান্তিই  প্রেমের শান্তি
আরাম-আয়েশ ভোগ,
কোন অর্থে হয় নাতো কাজ
ঢুকলে দেহেই রোগ।


যে যাই বলি এই দুনিয়ায়
বাস্তবতায়  চুপ,
সকল বাস্তব  প্রমাণ করে
বিজ্ঞানীদের রূপ।


আসা,যাওয়া, থাকা বাস্তব
মৃত্যু মানেই শেষ,
যে যাই করি এটাও বাস্তব
নয় কো উপদেশ।