দাদু আমার কালকে গ্যাছে,
বাবার হোল আজ ।
আগামী কাল আমার পালা,
খুলে নে এই তাজ।


করবি না কেউ কান্না কাটি,
সব ই হবে ভুল।
বল তো দেখি,কে করবেনা
মৃত্যুকেই কবুল ?


কি হবে এই রাম রাজত্ব,
ওহেই বন্ধু গণ ।
যত পারিস প্রেমিক হয়ে,
"আমলে"দে মন।


কারো মনে আঘাত দিলে,
মিলবে পরকাল।
মনের থেকে ভুলে যা এই,
ধ্বংসময় খেয়াল।


বি-পথ হতে,সু-পথে আয়,
মন্দকে পরিহার।
এই যদি হয় ব্রতই সবার,
মিলবেই পরপার।