হিংসা নিধন করে, বংশ সুনাম,
চরিত্রের অবনতি  বড় বদনাম।


পাশাপাশি দূরত্বে,নেয়না খবর,
মনে রেখো শত্রু, এরাই জবর।


হৃদয়হীন মানবে বড়, দূর্ব্যবহার
সমাজ আজ রূপকের কঠিন স্তর।


মায়াহীন মানবতা মানুষের রূপ,
মনুষ্য, পশুতে একই সে স্বরূপ।


হারিয়ে  মানব আজ  মমত্ববোধ
কথায় কথাতেই,চলে প্রতিশোধ।