দমের উপর নাচা-নাচি,                         মরার পূর্বে বেঁচে আছি।


বেঁচে থাকার বড় পাওয়া,
দম নামের আসা-যাওয়া।


যতই তুমি বাঁচতে চাও,
সামনে আছে মৃত্যুটাও।


মরণ-টারে করলে স্মরন,
পাল্টে যাবে চলার ধরণ।


যতই বলি  কাতর স্বরে,
মৃত্যু আসবে অভিসারে।


সময় থাকতে হুশিয়ার,
সামনে সবার মৃত্যুদ্বার।


কিসের এত বাড়াবাড়ি?
খুব হুশিয়ার তাড়াতাড়ি।


যেতে হবে অচীন পুরে,
বলো কথা  নরম সুরে।


দূর করে দাও অহংকার
হিংসাও করো প্রত্যাহার।


সময় কিন্তু  খু ব ই কম,
বন্ধ হবেই  দেহের  দম।