সব প্রেম ই সুন্দর হয়না,
সবাই মনের কথা কয়না।
চাইলেই সব কিছু পায়না,
নিজো মুখ দর্শনে আয়না।
কারবা জীবনে থাকে বায়না
সব পাখীই সুর ধরে গায়না।                            
নিজে কেহই মন্দ টা চায়না,
সবাইকে সাথী করা যায়না।
হজমের ত্রুটি মুখে খায়না,
গ্রাস করিতে আসে হায়না।
সবারই জীবনে সুখ সয়না,
কষ্টেরই ভাগী কেঊ হয়না।
কে বলেছে মৃত্যুতে ভয়না ?
ধর্মতেই বিরোধিতা জয়না,
সবার ই জীবন নয়-ছয়না।
সৃষ্টিতে কে বলেছে ক্ষয়না ?
কেউ কারো বোঝাটা লয়না
সবাইতো জ্ঞানী-গুনী হয়না।
প্রেম হলে মনে ধরে বায়না,
সবার প্রিয় সে পাখী ময়না।