আল্লাহর প্রতি যার দৃঢ় বিশ্বাস,
কখনো করেনা সে অন্যকে আশ।
দুনিয়ার প্রতি তার থাকে নাকো লোভ,
থাকে নাতো হিংসায় কারো প্রতি ক্ষোভ।
অদম্য চলা ফেরা না করে কোথাও,
'মরণেরে' শ্রদ্ধা করে হইতে উধাও।
কষ্ট পায়না কেহ ব্যবহারে তার,
কখনো ভাবেনা সে নিজে জমিদার।
হৃদয়ে অহংকার করেনা লালন,
ভদ্রতায় থাকে তার চলনও বলন।
হাসি মুখে থাকে সদা মধু ব্যবহার,
বোঝে নাতো নিতে কিছু না দিয়ে সে তার।
হিংসা-বিদ্বেষ আর লোভ -লালসা,
করিতে পারেনা তার হৃদয়ে বাসা।
প্রতিটি মুসলমান মানে ভাই ভাই,
কারো প্রতি তাই তার অভিযোগ নাই।