জেনে গেছি এই জগতে
কে কত আমার - - - (২)
মনের টানে কেউ দেখেনা,
আমায় -- -- -- -- -- -- -- --
মনের টানে কেউ দেখেনা।
চলে শুধু রূপেরই বাহার।। ঐ
জেনে গেছি এই জগতে - -
কে  কত  আমার ? -- -- --।


মরার আগে জিন্দা মরে
করছি অনুভব -- -- -- --
এই জগতে প্রিয় জনের
বড়ই যে অভাব।
সু-দুঃখের সাথী বলেও
যে করে আপন -- -- -- -
তার হৃদয়েও জমা থাকে
অন্য প্রিয়জন - - (২)।
স্বার্থ বুঝে সুযোগ মত(২)
লুকায়  সে  তাহার।। ঐ


ভালবাসার দোহাই দিয়ে
যে করলো আপন -- -- --
প্রতারণায়  সকল  সত্য
করলো সে গোপন - -(২)।
যার জন্য সব করেও আজ(২)
নিয়েছি বদনাম -- -- -- --।
ব্যথা ছাড়া তাদের কাছে
কি বা পেলাম ?
আজ যেন আর চেনেনা কেউ(২)
আমি  কে  কাহার।।  ঐ


হাসির ছলে নব বধু
বোঝায়  স্বামীরে -- -- -- --
সতীতে সে ভুল করিনি
রাখতে নিজেরে - - (২)
এমনি সকল মিথ্যে বলে(২)
ঠকায় সে স্বজন -- -- -- --।
কখনো সে হয়না স্বীকার
অতীতের গোপন।
বুঝে এখন্ সব্র সাথে (২)
মিশি নাতো আর।।  ঐ
জেনে গেছি এই জগতে
কে  কত  আমার ? -- -- --


♠<><>♠<><>♠<><>♠<><♠
অতীতের অতি বাস্তব ঘটনার
প্রেক্ষিতে সঙ্গীতটি লেখা হয়ে-
ছিল। আজ সেটা আসরেরই
সৌজন্য সকল কবি ভাই,বোন,
বন্ধুদের চিত্তবিনোদনে প্রেরণ
করা হোল। ধন্যবাদ বন্ধুরা।
♣===♣===♣===♣===♣