আমি নাকি কাজের মেয়ে
মালিকের অধীন,
রাত-দিন তাই খেঁটে চলি
কাটতে পরাধীন ।।


বুঝতে দেইনা কষ্ট আমার
হাড় ভাঙ্গা খাঁটনী,
এত খেঁটেও কথায় কথায়
শুনতে হয় বকনী ।।


মালিক বকলেও যেন-তেন                    
গিন্নি তার  দ্বি'গুণ,
খাবার বেলা  তরকারী হীন
পান্তা ভাতেই নূন ।।


দেয় না সময় এক মুহুর্তও
'জিরাণ' যারে কয়,
দিনটা কাটে যেমন-তেমন
রাত্রে  আরও  ভয় ।।


শুনে থাকি কপালের ফের
ভাগ্যর ই  লিখন,
গরীব ঘরেই জন্ম হওয়ায়
তাই করি  স্মরণ ।।


দুঃখ,ক্ষোভে কেঁদেই ফিরি
সারা  নিশি  দিন,
জানি না কি  ভাগ্যে আছে
শেষ জীবনী দিন ।।


♦<>=<>=<>=<>=<>♦
তাং- ১৮--১১--২০১৮ ইংঃ>
বেলাঃ--১০টা ২৫মিঃ==<>
স্থানঃ-কড়িয়াখালী/রবিবার!>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ >
♦<>=<>=<>=<>=<>♦
♦> কাজের মেয়ে, 'আমি' <♦