কেহ তো যাবেনা সাথে,যে যাই আপন,
উলঙ্গ দেহ ঘিরে থাকিবে কাফন।
মাটি হলে জায়গাটা সাড়ে তিন হাত,
কবরেতে চলিবেনা কোন অজুহাত।
যার যত আমল আছে হইবে প্রমাণ,
চলিবেনা অর্থের এই আদান প্রদান।
দেখিবেনা চেহারায় কার কত ধার,
আমল থাকিলে পাবে সেই পরপার।
জোর করে কেড়ে নিলে কারো কোন ধন,
আমলের ব্যর্থতা সকল আয়োজন।
ঈমান গড়িয়া তোল হৃদয়ে তোমার,
তা না হলে পরপারে নেই নিস্তার।
এখনো সময় আছে কর তারে জয়,
এ আমার ও আমার কেহ কারো নয়।