কবি হতে গিয়ে লিখেছি কবিতা
ছন্দে ঘটেনি মিল,
চারি দিকে শুধুই রব উঠে ছিল
আমি কবি গরমিল।


তবুও আমি ছাড়িনি সে পথ
লেখণী করিনি বন্ধ,
একটু একটু লিখতে লিখতে
ভুলে গেছি দ্বিধা-দ্বন্দ্ব।


অর্থের সাথে মিল রেখে যদি
লিখে যাই কবিতা,
বলবে না কে কবি আমাকে
বলবেই কে যা তা ?


ছন্দ পতনে লিখিলে কবিতা
হয়না শ্রুতি মধুর,
রসকষ হীন শুকনো লাগে যে
ভাবনায় ভাংচুর।


যে পথ ধরে যেতে চাই আমি
আসল সীমান্তে,
সে পথে সদয় পান্তাই যেন
ফুরায় নুন আন্তে।