কোন্ নাটেরই পেচ খুলিলে
ইঞ্জিন বন্ধ হয় -- - -- --
আমি,জেনে গেছি এই ভবেতে
এসে এ ধরায়।।
তোরা,জেনে যা জেনে যা জেনে যা (৪)


প্রেম ছাড়া তো হয়না কভু
নিজের কোন জয়,
ইবাদতে থাকে যেন -- --
খোদার করে ভয়।
বিচ্ছেদতা আসলে প্রেমে (২)
নষ্ট-ই  পরিচয়।।
তোরা জেনে যা (৪) ঐ


স্রষ্টারে ভুলিয়া যদি অবাধে চলি,
পরকালে মিলবে কি আর সঠিক গলি?


স্বল্প দিনের ক্ষণেক সময়
যেতে যেতে ক্ষয়,
আপন জনের দিয়েই
কেমন্ করেই রয়?
আজ আছি কাল চলে যাব (২)
প্রেমের করে জয়।।
তোরা জেনে যা (৪) ঐ


আজ এটাও আমার পাঁচ হাজার(৫০০০)
সঙ্গীতের মধ্য থেকে আরও একটি গীতি
কাব্য।