মায়ার এই সংসার,
ছাড়িয়া দু'দিন পর।
যেতে হবেই আমাকে (৪)।। ঐ


কত টুকুই কে রাখে
ভাই কার খবর ?
আপন বলে জানি যারে
সেও তো পর।
এ যে এক করুন নীতি
পরম বিধাতার।
দিতে হবে আমার জবাব আমাকে (২)।।


একে একে দিন চলে যায়
যায় বছর।
যার মত সেই ব্যাস্ত ভবে
রয় বিভোর।
ভাবেনা একবারও কেউ
সামনে যে কবর।
দিতে হবে নিজের জবাব নিজেকে (২)।।


<><>♣<><>♣<><>♣<><>
আজ এটাও আমার সঙ্গীত জগৎ থেকে
আরও একটি গীতিকাব্য কবিতায় স্থান
দিলাম। আসরের সৌজন্যে। ধন্যবাদ।
<><>♠<><>♠<><>♠<><>