আর কিছু দিন পরে পুরুষ, করবে নারীর ঘর,
আসবে নারী পুরুষ বেশেই,সাঁজিয়া সেই বর।
স্বামী নামের পুরুষ গুলোর,করবে কুনোব্যাংঙ,
তারাই দেবে নেতৃত্ব আর, শতেক রকমের ঢং।
করবে না কেউ চিন্তা কোন, পর কালের ভয়,
বেহায়া পনাই থাকবে শুধু, জগৎ করতে জয়।
রান্না-বান্না ঘরের কাজে, পুরুষে করবে কাম,
বাইরের কাজে থাকবে নারী, সকল ধরাধাম।
গৌরব ও ডিগ্রীতে তারাই, সাঁজিয়া শিক্ষিত,
সমাজ কে বোঝাবে এটাই, নারীর নেতৃত্ব।
থাকবে নাতো লজ্জা-শরম,গায়েরও বসন,
বড়ই শরম পাবে পুরুষ, দেখিয়াই ধরন।
পর্দা নামের বস্ত্র বলে,থাকবে না আর গায়,
যা ইচ্ছা তাই করবে তারা,আবেগ-যন্ত্রনায়।
বলবে তারা,পুরুষের আর,বাইরে কি দরকার?
রাজত্বতেই নারী এখন্,আমরাই তো সরকার।
স্বাধীন হয়েই চলতে গিয়ে, ধর্মতেই বে-দ্বীন,
একবারও কি ভাবছে তারা,কি হবে সেই দিন?