যেই নারীদের  প্রেম পরশে
পুরুষ বাহুতে জয়,
কেন আমরা সেই নারীকেই
ভাবি এত অসহায় ??


কেন করি যা,এত অবহেলা
করে  যাই  অনাদর ?
নারীই ছাড়া কে দেয় বলনা
প্রেম ভরা,সে আদর ??


নারীহীন এই সংসার জীবন
সৃষ্টিও বা কোথায় ?
সব পুরুষের আসল ঠিকানা
নারীদের বিছানায় ।।


নারী সম্পদেই সতীত্ব কেউ
করিলে তাই হরণ,
পরপারেই তা খুবই ভয়াবহ
এটাই রেখ স্মরণ ।।


নারীর ভিতরে মমত্ববোধটা
আল্লার দেয়া দান,
সেই নারীই তো, মা জননী
শ্রদ্ধায়ই   সম্মান ।।


ফেলিয়া নারী বাবার ঘরটা
পর ঘরেতেই আসে,
চির অচেনা পর পুরুষেরই
স্বামীত্বই ভালবেসে ।।


নারী মাতাজন, নারীই ভগ্নি
নারীই আপনজন,
নারী মা'য়েরই পদতলে বয়
সন্তানের  আসন ।।