হৃদয় খুঁজিয়া ফেরে  প্রেমে ঘেরা পথ,
অবশেষে পেয়ে যায় কারো অভিমত।


অবণীতে কেহ  নেই  একা  করে ঘর,
মিলে-মিশে নর-নারী গড়ে যে বাসর।


নারী লোভে  পুরুষের  শত  বিচরণ,
পুরুষেরই প্রেমী ফুল, নারীর বাঁধন।


গোলাপের কাননে, কেনা যেতে চায়?
তেমনি পুরুষ মেতে,নারীরও নেশায়।


নারী  আর  পুরুষেতে  নেই  ব্যবধান,
ভাবলেই মিলে যাবে কার এ অবদান।