প্রেম বিরহেরই এক পাগল আমি,
সেই,প্রেমের প্রলেপ দিলেই তুমি।
ভাবলেই নাতো জীবনটা মোর,
তুমি ছাড়াই হবো মরুরই-ভুমি।।


প্রেমানন্দেই গাই আমি গান,
তুমিই আমার জীবনের ধ্যান।
তোমার প্রেমই সুখ বসন্তের
যৌবন বাতির মূল অভিধান।।


খুঁজলেই তোমায় মনে মনে,
আসবেই যেন কোন্ ফাগুনে।
কোন্ সে প্রেমের বহর নিয়েই,
আসবে ছুটেই আমার ই টানে।।


তোমারই কোলেতে রাখিয়া মাথা,
ভাববো তোমারে সুখেরই ছাতা।
তুমিই আমার সুখ জীবনের,
এক রশিতেই দু'জনই গাঁথা।।


কাঁটবে এ ভাবে শান্তিতেই সুখ,
দু'জনই রাখবো এক বুকে বুক।
প্রেম বহরের গভীর যত টাই,
স্বর্গীয় সুখ ভেবে যাবো তাই।।