এত সহজেই যদি পর করা যায়
লোকের কথাতে নিজ প্রিয়,
দুঃখের তাতে আর কিবা আছে
যদি পার আরো ব্যথা দিও (২)
তুমি পার যদি আরো ব্যথা দিও।। ঐ


লোকের কথাই  শুনবে যদি
কেন তব রেখে ছিলে পাশে?
প্রিয়া হয়ে মোর কেন আবার,
বুকে ছিলে  প্রতি অবকাশে?
কেন মোরে রেখেছিলে পাশে(২)
তুমি,দেখলে এবার মুখ ফিরিয়ে- -
অন্য কে  সাথী  করে  নিও ।। ঐ


সব কিছু মোর  মেনে নিয়ে
আজ  কেন  এই  অবহেলা?
ভাল বাসা কি ভাবলে তুমি,
মন করে হাতে গড়া খেলা?
আজ  কেন  এই  অবহেলা (২)
আমি,তোমার প্রেমের আশা ভেবে- -
দুঃখ  নেবো না  আর  প্রিয় ।। ঐ


==♥=<>=♥=<>=♥=<>=♥==
আজ এটাও আমার লেখা সঙ্গীত জগৎ
থেকে আরও একটি গীতিকাব্য আসর
কবি ভাই,বোন,বন্ধুদের একান্তই চিত্ত
বিনোদনের জন্য।সাথে শ্বাশত শুভেচ্ছা।
=♠<>=<>♠<>=<>♠<>=<>♠=