একটা কিছু বলতে গিয়েই
                       হঠাৎ গেলে থেমে,
আমি কিন্তু ছাঁদ থেকে তাই
                    শুনতে এলাম নেমে।


এখন্ দেখি মুখটা তোমার
                      বেশ কিছুটাই ভার,
খালি দেখছি গলাতে নেই
                     দুই ভরি সেই হার।


বলো দেখি ফেললে কোথায়
                       কারণটাই বা কি?
যা কিছুই হয়েছে তোমার
                         বল না লক্ষীটি?


ভাল বেসেই দিয়ে ছিলে
                      কিনে সোনার হার,
পুরণো প্রেম কাছেই পেয়ে
                      দিয়েছি আজ তার।


ভুলতে আমি পারিনি তো
                   অতীত প্রেমের স্মৃতি,
ছোট্র বেলায় সেই ছিল যে
                   আমার খেলার সাথী।


কি করে আজ ভুলবো তারে
                      হলেও তুমি স্বামী,
পা দুই খানা ধরছি তোমার
                  মাফ করে দাও তুমি।


বাবা যে তার মান বাঁচাতে
                    আমায় দিলো বিয়ে,
এক বারও সে ভাবেনি তো
                    তোমার ক্ষতি নিয়ে?


বিয়ের আগেই বলে ছিলাম
                          ধরে বাবার পা,
বাবা আমায় অন্য কোথাও
                           বিয়ে দিও না।


জোর করিয়া বাবা আমায়
                      যখন্ দিলো বিয়ে,
আমি কিন্তু এসেও ছিলাম
                    বউয়ের শরম নিয়ে।


সত্যিই তুমি অ নে ক ভাল
                     ছাড়তে না মন চায়,
তবু তোমায় ছাড়তেই হবে
                     সেই প্রেমেরই দায়।


ক্ষমা করে দাও হে স্বামী
                        পাঁচ বছরের রাত,
কেটে যেতো সুখ আনন্দে
                         হোত যে প্রভাত।


সব কিছু সেই ভুলে আমি
                      করেই গেলাম পর,
পর পারে দেখাও হবে
                      স্বামী সেই আমার।