প্রিয় কবি বন্ধুরা শুভেচ্ছ নিবেন।ভুল
হ'লে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার লেখা পাঁচ(৫০০০)হাজার
সঙ্গীতের মধ্য থেকে মাত্র একটি গানকে
কবিতাকারে পাঠালাম। কবি বন্ধুরা দয়া
করে একটু ফলো করবেন। আমার লেখা
পাঠানো গানে গানে কবিতিটি কি বলতে
চায় ?  


আমার বাড়ি আমার ঘর,আমার সংসার,
পরের মেয়ে এসে শেষে,দেখায় দাবিদার।
আমি যেন তার বাড়িতে সামান্য এক চৌকিদার।।
আমার বাড়ি,আমার ঘর,আমার সংসার।। ঐ


কথায় কথায় তর্ক চলে অভাব হলে কিছু,
চাওয়া ছাড়া বোঝেনা সে,অল্পে করে নিচু
কারণ অকারণে দেখায়,বড়ই তাবেদার।।
আমার বাড়ি আমার ঘর -- -- --সংসার ঐ


শাড়ী,চুড়ি,গয়না ছাড়া ভরেনা তার মন,
স্বামী-সংসার সব যেন তার,অতি সাধারণ।
বাবার বাড়ির অল্পকে সে,অনেক বোঝায় তার।।
আমার বাড়ি,আমার ঘর -- -- -সংসার।ঐ


উড়ে এসে জুড়ে বসে,কয় কথা সে ঠারে,
আমি যেন তার কাছে ঋণ,জগৎ এ সংসারে।
তার করুনায় বেঁচে থাকা,এই যেন মোর অধিকার।।
আমার বাড়ি,আমার ঘর -- -- সংসার। ঐ


বাবা যে তার দেয়নি কিছু,সেথায় কথা নেই,
মোর ত্রুটি অল্প হলেই,প্রশ্ন সেখানেই।
এত করেও ওঠেনা মন,দুঃখ শুধু এই আমার।। ঐ
আমার বাড়ি,আমার ঘর -- -- সংসার।ঐ