চাইনে কিছু তোমার কাছে
সামনে শুধু থেকো
যখন  থাকি  যেথায় আমি
সেথায় দৃষ্টি রেখো।


তুমিই  আমার  জীবন সাথী
চলার পথের  গতি,
কখন্ কি চাই তোমার কাছে
সেদিকে রেখ মতি।


তোমায় ছাড়া জীবনে আর
নেইতো কোন আশা,
তুমিই আমার জীবন-মরণ
শান্তি সুখের বাসা।


এই হৃদয়ের প্রেমের ভক্তি
সব  তোমাকেই  ঘিরে,
দৃষ্টির আড়াল হ'লেই তুমি
কেঁদে মরি আঁখি নীরে।


তখনই ভাবি কিছু নেই আর
সবই বুঝি হোল শেষ,
উদাসীন হয়  মনেরও গতি
সকল সে পরিবেশ।


শুনতে ভালই লাগে তোমার
প্রেমময় মুখে কথা,
আরও ভাল লাগে তোমারে
ইঙ্গিতে  নীরবতা।


সাজলে দেখায় পরীরই মত
যার সে তুলনা নাই,
হারিয়ে আমি তোমার মাঝে
সব কিছু খুঁজে পাই।


এই জীবনের  জীবন তুমি
তোমায়  ঘিরে আমি,
সারা জনমে তুমি আমার
আমি তোমার স্বামী।