নিজ গুনে গড়া যোগ্যতাকেই
              স্ব-মূলে করে শ্মশান,
পরের গায়ের জোরের বলেই
           বলকে হয়েছে বলিয়ান?


নিজেরই হাতের জমানো টাকা
                   গচ্ছিত সেই ধন,
সেটাই তো পায় মনের মতই
                  ইচ্ছাতেই আসন।


থাকে যদি সেই বুদ্ধি ব্যাপক
                  মগজেই তোমার,
শত পরাজয়ও ঠেলিয়া দেয়ার
             সেটাই তো হাতিয়ার।


থাকে যদি সুর কন্ঠ ভরিয়া
                কতই না গায় গান,
শিল্পী নামের সম্মানীতেই
                 ভূষিতই তার মান।


জমানো তাহার অর্জিত জ্ঞান
                নিজেরই সাধনায়,
সব কিছুতেই সু-নাম ছড়ায়
                  সদয় সর্বোদায়।


   নিজের বলেই হয় যদি কেউ
                 আপনই বলিয়ান,
সমাজের মাঝে থেকে যায় তার
                    অর্জিত সম্মান।