সব লেখনি সবার কাছে
                হয়না মনঃপুত,
সব খানেতে চলে নাতো
         এক মাপেরই সূতো।


সব দাঁড়িতে যায়না মাপা
             যার যা খুশি তাই,
সব মানুষ আর ঘোরে নাতো
               একই ইচ্ছা টায়।


সব রোগেরই চিকিৎসা নয়
                     একই ঔষধে,
সব খাদ্যরে যায়না খাওয়া
                  একই সে স্বাদে।


সব মজাতে যায়না পাওয়া
               এক রকমের সুখ,
সব মানুষের ভাল বাসায়
                ভরেনা প্রাণ বুক।


সব চেতনায় আসে নাতো
                আকাশ চুম্বী ফল,
সব খানেতেই খাঁটে নাতো
                এক রকমের বল।


সব মানুষের হৃদয়ে নেই
                   এক ধরনের মন,
সব মানবের ধারনায় নয়
               এক ইচ্ছাই পোষন।


সব জবানে ই সত্য বলে
                কে বলেছে ভাই ?
উঁচু-নিচুর ভেদা ভেদটাই
                সব খানেতেই পাই।