ঠুনকো আঘাতে ভেঙ্গে যায় যদি
            পাথর গলানো মন,
কি ভাবে আমায় রাখবে ধরিয়া
               করিতে আলিঙ্গন ?
পুকুরের ধারে মাছ রাঙ্গা পাখি
          ডালে বসে কথা কয়,
ঠোঁটে ঠোঁটে মিলে দোহে বসে তারা
        নীড়ে ফিরে যেতে চায়।
বুনো হাঁস গুলো পাকেতে বসিয়া
            সন্ধ্যার ইশারা দেয়,
ফিরে যাবে তারা আপন নীড়েতে
             যার যার ঠিকানায়।
মাঠেতে কৃষান গোঁধূলী লগনে
          গরু নিয়ে ফেরে ঘরে,
বাঁশ বনে ডাকে শালিকের ঝাঁক
            কিচি মিচি রব করে।
সন্ধ্যা সাঁঝের সাজনি দেখিয়া
          প্রেমিকেরা হয় অবাক,
দু'জনই তারা দু'জনেরে ধরে
          বুঝিলো প্রেমের ফাঁক।