দেখলাম, ঘুরে এই দুনিয়ায় - -  
"আমি" আর "আমার" ছাড়া
অন্য কোন "শব্দই" নাই - -।।


সর্বত্রই, মানুষের  বড় ভীড়,
গড়তে চায় সব সুন্দর নীড়।


সৎ মানুষের  খুবই  অভাব
কু-দৃষ্টি মন  ব্যাপক স্বভাব।


ভিতরে ভিতরে ফন্দি আটে,
কি বাসায় আর কিবা মাঠে।


ত্যাগী মানুষ, কমই পেলাম,
ভোগ-বিলাষে,নিত্য নিলাম।


স্বার্থ বিহীন  চলছে না কেউ,
মানুষ এখন্  দানব ও দেউ।


পেতে  নেশায়, সবাই ঘোরে,
না পেলে তাও,মনের জোরে।


বড্ডই অভাব  বিবেকী মন,
না বোঝে সে  নিজের ধরণ।