তুমি আমার জ্যোছনা রাতে,পূর্ণিমারই চাঁদ,
তুমি আমার বসন্তের ঐ,ফাগুন ধরার ফাঁদ।
তুমি আমার প্রেম যমুনায়,ঢেউ তোলা তরঙ্গ,
তুমি আমার বর্ষা বাদলার , শ্রাবনের ই অঙ্গ।
তুমি আমার আদর ঘেরা,শিশির ভেজা ভোর,
তুমি আমার রাতের সাথী,ফজরের ঐ ঘোর।
তুমি আমার বাদল দিনে, মুশল ধারার বৃষ্টি,
তুমি আমার অঘাত প্রেমের,নিত্য নতুন সৃষ্টি।
তুমি আমার শুন্য বুকের,পূর্ণ প্রেম আলিঙ্গন,
তুমি আমার ভাল বাসার, অবাধ বিস্ফোরণ।
তুমি আমার স্বপ্ন বধুই, আঁচলের এক ভাজ,
তুমি আমার নিত্য দিনের,মাথায় পরা তাজ।
তুমি আমার শক্তি সাহস, অাগ্নেয় ঝরা বল,
তুমি আমার প্রেমে প্রেমে, ঝড়ুয়া প্রেম ফল।
তুমি আমার বাসর ঘরে,নীদ ভাঙ্গা কৌশল,
তুমি আমার জীবন মরণের,সহায় ও সম্বল।