অনন্ত প্রতিক্ষা আমার যেন শেষ হয় না কখনো।
সীমাহীন ঘোর তমসার দীর্ঘ রজনী পেরিয়ে যায়,
কালের খেয়া অনাবিল ভেসে চলে, দুভের্দ্য গন্তব্যে।
নির্লোভ ইচ্ছে গুলো একান্তে ডানা ঝাপটায়,
মুক্ত দিগন্তে পাখা মেলার বিলাসী মোহে।
আলোর কুয়াশা নামে চোখের তারায়,
চেনা নক্ষত্র গুলো অনেকটা অচেনা লাগে।
বেদনার নীল রঙে ঢাকা পড়ে আকাশ আমার। 
মাঝে মাঝে তৃষ্ণা জাগে, তোমাকে পাবার।
হৃদয়ের ইচ্ছে গুলোর ঘোর বিরোধিতা করে বাস্তবতা,
তবুও পিছন ফিরে, নোঙর ফেলি নিষিদ্ধ ঘাটে।
অজানা গন্তব্য আমার,ঠিকানা বিহীন পথে।