আমারে করিও ক্ষমা
- সহিদুল ইসলাম।


তোমারে  বলেছি নির্জন ছায়ায়
লুকোনো  মনের কথা
বুঝেও সেদিন নিরাশ করিলে
শেলসম লাগিলো  ব্যাথা।
অট্টালিকায় বাসর রচিলে
নিশিদিন রঙিন গাড়িতে চড়িলে
আমারে করিলে হেলা,
ক'বছর বেশ ভালই গেলো
অহমিকা সব কাড়িয়া নিলো
হঠাৎ করুন খেলা,
গায়েতে সাদার মেলা।
আমার যবে সকাল শুরু
তোমার সন্ধেবেলা।
বুঝিনি সেদিন  বলেছিনু তাই
তুমি মোর অনুপমা
মনে যদি তব পেয়ে থাকো ব্যথা
আমারে করিও ক্ষমা।
আমারে করিও ক্ষমা।